পোস্টাল ভোটিং কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ১০টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক পোস্টাল ব্যালট বক্স প্রস্তুতকরণ ও লক করার কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম-১ (২৭৮), চট্টগ্রাম-২ (২৭৯), চট্টগ্রাম-৩ (২৮০), চট্টগ্রাম-৬ (২৮৩), চট্টগ্রাম-৭ (২৮৪), চট্টগ্রাম-১২ (২৮৯), চট্টগ্রাম-১৩ (২৯০), চট্টগ্রাম-১৪ (২৯১), চট্টগ্রাম-১৫ (২৯২) এবং চট্টগ্রাম-১৬ (২৯৩)—এই ১০টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় ব্যালট বক্স সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের মনোনীত প্রতিনিধিদের ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লক করা হয়।
এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ব্যালট বক্স লক করার পুরো প্রক্রিয়া সরাসরি উপস্থাপন করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি তিনি পোস্টাল ভোটিংয়ের পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা, ব্যালট ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থিত প্রার্থী প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, চট্টগ্রাম জেলায় প্রায় ৯৫ হাজার ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে চট্টগ্রাম-১, ২, ৩, ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬—এই ১০টি আসনে পোস্টাল ভোটার নিবন্ধনের সংখ্যা ৬১ হাজারেরও বেশি।
তিনি আরও বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। আইন ও বিধিমালার আলোকে পোস্টাল ভোটিংসহ সকল নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।