সুফিয়ার ক্ষোভ থেকে আনিছকে- কেটে -টুকরা – টুকরা- করা হয়—–সিএমপি- ডিসি -উত্তর

বায়েজিদে খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন, নারী গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আমিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় বায়েজিদ বোস্তামী থানার একটি চৌকস দল খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত এক নারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত ২০ জানুয়ারি দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন শহীদনগর এলাকায় একটি কালো পলিথিনে মোড়ানো মানুষের দুইটি কাটা হাত উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ আলামত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম মোহাম্মদ আনিছ (৩৮), বাড়ি রাউজান উপজেলার চিকদাইর এলাকায়। পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তিনি ২০ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

পরবর্তীতে ব্যাপক অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে ২২ জানুয়ারি ভোরে বায়েজিদ বোস্তামী থানাধীন পাঠানপাড়া এলাকা থেকে সুফিয়া আক্তার (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

পুলিশের ভাষ্যমতে, নিহতের সঙ্গে অভিযুক্তের পূর্ব পরিচয় ও ব্যক্তিগত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মরদেহের অন্যান্য অংশও উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।