ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
মঙ্গলবার বিকেলে তিনি চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার ৪১ নম্বর ওয়ার্ডের চরবস্তি, বিজয়নগর, ফুলছড়ি পাড়া, নিজাম মার্কেট ও দক্ষিণপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ, নারী ও তরুণদের অংশগ্রহণে এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়।
গণসংযোগকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আজ জনগণ উৎফুল্ল ও আনন্দিত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ আবার স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। নিজের সরকার নির্বাচনের অধিকার ফিরে পেয়েছে।” তিনি বলেন, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহিতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে।
তিনি আরও বলেন, “সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে—বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। জনগণ আবার দেশের মালিকানা ফিরে পাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবে, স্কুল-কলেজ, হাসপাতালসহ সব জায়গায় যেতে পারবে।”
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আগের শাসনামলে মানুষ কষ্ট পেয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, জীবনযাত্রার মান নেমে গিয়েছিল, নাগরিক নিরাপত্তা ছিল না। মানুষ আশা করছে, নির্বাচিত সরকার এলে আবার স্বাভাবিক জীবন ও নাগরিক অধিকার ফিরে পাবে।”
একটি রাজনৈতিক দলের পোস্টাল ভোট নিয়ে বিতর্ক প্রসঙ্গে আমীর খসরু বলেন, “জনগণের উপর আস্থা হারিয়ে বিকল্প পন্থা অবলম্বন করলে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হয় না। সবাইকে আহ্বান জানাই—জনগণের কাছে যান, আস্থা অর্জন করুন। এটাই গণতন্ত্র।”
তিনি বলেন, “ভোট ইঞ্জিনিয়ারিং কখনো টেকে না। শেখ হাসিনা ভোট ইঞ্জিনিয়ারিং করেছে—আজ সে কোথায়, তা সবার জানা। মিথ্যা প্রোপাগান্ডা ও ভোট কারচুপি করে কেউ এগোতে পারে না। কেউ চেষ্টা করলে জনগণ তা হতে দেবে না।”
আগামী নির্বাচন বানচালের অপচেষ্টার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “যারা জনগণের উপর আস্থা রাখে না, তারা নানা ষড়যন্ত্র করবে। কিন্তু এসব করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না। জনগণ ব্যালটের মাধ্যমেই তাদের প্রতিহত করবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের এই ক্রান্তিলগ্নে দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে—যেমনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় রেখেছিল। এবারও দেশনায়ক তারেক রহমানের উপর জনগণের আস্থা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি।”
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. নূরুল আফসার, মো. ইসমাইল, আব্দুস সাত্তার, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য সচিব মো. আজমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।