আইনজীবীদের অবদান স্মরণীয় থাকবে: চট্টগ্রামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সনাতনী আইনজীবী পরিষদের সাথে আমির খসরুর মতবিনিময়

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও চট্টগ্রাম সনাতনী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আইনজীবীরা অগ্রণী ও সাহসী ভূমিকা রেখেছেন। বিশেষ করে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে তাদের দৃঢ় অবস্থান দলের জন্য অনুপ্রেরণার উৎস ছিল। দলের দুঃসময়ে আইনজীবীদের এই অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আগামী দিনের সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র—‘রেইনবো নেশন’-এর মতো দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট তারেক আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আলী চৌধুরী, জেলা জিপি এডভোকেট আবুল কাশেম চৌধুরী, মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, পিপি এডভোকেট এস ইউ নুরুল ইসলাম, এডভোকেট আব্দুস সাত্তার সরোয়ার, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, এডভোকেট মধুসূদন দত্ত, এডভোকেট কাজী সিরাজ, এডভোকেট জহুরুল আলম, এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, এডভোকেট শিপন কুমার দে, এডভোকেট সেলিমা খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ।