চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনে ১২ জনের প্রার্থিতা প্রত্যাহার, মাঠে ১১১ জন প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনে প্রার্থিতা প্রত্যাহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, চট্টগ্রামের ২৭৮ থেকে ২৯০ নম্বর সংসদীয় আসনে মোট ১২ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে এসব আসনে চূড়ান্তভাবে ১১১ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন।

তালিকায় দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

কয়েকটি আসনে একাধিক প্রার্থী সরে দাঁড়ালেও কিছু আসনে তুলনামূলকভাবে কম সংখ্যক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া উচ্চ আদালতের আদেশে কয়েকটি আসনের প্রার্থিতা সংক্রান্ত বিষয় নিষ্পত্তির কথাও তালিকার মন্তব্য কলামে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থিতা প্রত্যাহার প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে।

প্রার্থিতা প্রত্যাহার শেষে ভোটের মাঠে কোন কোন রাজনৈতিক দল ও প্রার্থী থাকছেন—তা নিয়ে চট্টগ্রামজুড়ে ভোটারদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।