চট্টগ্রাম-২ আসন (ফটিকছড়ি) থেকে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি) । বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার প্রার্থিতা বাতিলের রায় দেয়। এ সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারোয়ার আলমগীর হাইকোর্টে যাওয়ার কথা বলেন।
তিনি বলেন, “আমাদের সমর্থকদের বলবো ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার পাব।”
সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তার কাছে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হলেও পরে তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে আপিল করেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন এর পক্ষে মো: ইসমাইল গনি ।
আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন অভিযোগ আমলে নিয়ে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।