১৬ জানুয়ারি ২০২৬ তারিখ মধ্যরাতে চট্টগ্রামের বোয়ালখালী থানার বেংগুরা এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির উপকরণসহ দুইজন দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের দিকনির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রাসেল প্রধানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)। অভিযানকালে তাদের কাছ থেকে ৪টি বিদেশি শটগান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
সেনাসদস্যরা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালান। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও সেনাসদস্যদের তৎপরতা ও চতুর্মুখী কৌশলের ফলে তারা পালাতে ব্যর্থ হয়। পরবর্তীতে সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ ও বিচক্ষণ অনুসন্ধানের মাধ্যমে একটি পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রাসেল প্রধান জানান, গ্রেপ্তারকৃত সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৬টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। তারা বিগত নির্বাচনসহ বিভিন্ন সময়ে অস্ত্রচালনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়াও তারা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী দলের কাছে অস্ত্র সরবরাহ করতো।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এ গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।
অভিযান শেষে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত মালামালের জব্দতালিকা প্রস্তুত করে এবং গ্রেপ্তারকৃতদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় নিয়ে যায়।