রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর সময় এসেছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্রের ক্ষমতা অতিরিক্ত বেড়ে গেলে জনগণ নানা অসুবিধার মুখে পড়ে এবং ফ্যাসিবাদের জন্ম নেয়। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। আগামী দিনে এই পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।
শুক্রবার সকাল দশটায় সিম্যান্স হোস্টেল, ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে পড়েছিল এবং দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য এখনই উপযুক্ত সময়।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে হবে। প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে কাজ করার অধিকার রয়েছে। সমাজের সর্বস্তরে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং নেতৃত্বে আসতে হবে। বিশেষ করে নারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং নারীদের আরও শক্তিশালী হতে হবে।
তিনি বলেন, আমরা সবাই এক—এ বিষয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব রাখার সুযোগ নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন আতাউর রহমান এবং বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।
এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকনউদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া, বাবু প্রীতম বড়ুয়া ডালিম, সুনীল চাকমা, বিপুল চাকমা, আলো চাকমা, শুকরজিৎ চাকমা, রবি চাকমা, জীবন চাকমা, বিদ্যাশয় চাকমা, সমুনি চাকমাসহ অন্যান্যরা।