আপোষহীন দেশপ্রেমী নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া—আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব, ত্যাগ ও সত্যিকারের দেশপ্রেমের যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা বাংলাদেশের রাজনীতিতে অনন্য হয়ে থাকবে। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তাঁর নিরলস সংগ্রাম আজও মানুষকে অনুপ্রাণিত করে।
সদরঘাট শ্রমিকদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় আজ বিকেলে মাঝির ঘাটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার সমগ্র রাজনৈতিক জীবন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার ইতিহাস। স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিয়ে তিনি সংগ্রাম করেছেন এবং দেশপ্রেমের যে মানদণ্ড স্থাপন করে গেছেন, তা আজও রাজনীতিতে বিরল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, কারাবরণ, নির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও বেগম খালেদা জিয়া কখনোই জনগণের স্বার্থ ও দেশের স্বার্থে আপোষ করেননি। মানুষের জন্য আত্মত্যাগের রাজনীতিই যে টেকসই ও গ্রহণযোগ্য—তিনি তা প্রমাণ করে গেছেন।
সভা শেষে সদরঘাট জামে মসজিদের মোয়াজ্জিনের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে নেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য হাজী মোহাম্মদ সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, বিএনপি নেতা মো. আলী, কাউসার হোসেন বাবু, এম এ মুসা বাবলু, খোরশেদ আলম খোরশেদ, আজিজুল ইসলাম বাদল, ইলিয়াস মিয়া, মুস্তাফিজুর রহমান মোস্তাক, তসলিমুর রহমান, মো. শাহজাহান, শ্রমিকদল নেতা মিয়াজী, মোহাম্মদ সেলিম সম্রাট, নুরনবী, আক্তার, সিরাজউদ্দৌলা প্রমুখ।