বাহরাইনে এক ঠিকানায় একাধিক পোস্টাল ব্যালট পৌঁছানো নিয়ে ভাইরাল ভিডিওর ব্যাখ্যা দিল ইসি

বাহরাইনে একই ঠিকানায় একাধিক পোস্টাল ব্যালট পৌঁছানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, বাহরাইনের ক্ষেত্রে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে পাঠানো পোস্টাল ব্যালট স্থানীয় পোস্টাল ব্যবস্থার ভিন্নতার কারণে সরাসরি ব্যক্তিগত ঠিকানায় না গিয়ে একটি নির্দিষ্ট ডেলিভারি পয়েন্টে পৌঁছেছে। সেখানে প্রায় ১৬০টি ব্যালট একসঙ্গে একটি বক্সে রাখা হয়েছিল।
ইসি সচিব ব্যাখ্যা করে বলেন, বিষয়টি অনেকটা ছাত্রজীবনের হোস্টেল ব্যবস্থার মতো—যেখানে একটি নির্দিষ্ট স্থানে চিঠিপত্র রাখা হতো এবং সবাই সেখান থেকে নিজের চিঠি নিয়ে নিত। বাহরাইনেও একইভাবে প্রবাসী বাংলাদেশিরা বক্স খুলে চার-পাঁচজন মিলে ব্যালটগুলো ভাগ করে নিয়েছেন এবং পাশের কক্ষে থাকা সহকর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন।
ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে আখতার আহমেদ বলেন, ভিডিওটি করা উচিত হয়নি বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। তবে ইসির কাছে পাওয়া তথ্যমতে, প্রবাসী ভোটাররা ব্যালট হাতে পাওয়ার আনন্দ থেকেই কেউ এটি পোস্ট করেছেন। ভিডিওতে কোনো খাম খোলা হয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাহরাইন পোস্ট জানিয়েছে, এটি তাদের পক্ষ থেকে সরাসরি ডেলিভারি ছিল না এবং তারা সরেজমিনে তদন্ত করে বিষয়টি জানাবে। একই সঙ্গে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি তদারকি করছেন।
উল্লেখ্য, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশে বসবাসরত ভোটার ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি। তবে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা যাবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।