ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত, গুরুতর আহত আরও একজন

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জামাল প্রকাশ ওরফে ছোট জামাল। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী বলে জানা গেছে। গুরুতর আহত ব্যক্তির নাম নাছির। তারা দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা বা কী কারণে তাদের ওপর গুলি চালিয়েছে—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ফটিকছড়ির বাসিন্দা ও চট্টগ্রাম নগরের জামায়াত নেতা শহিদুল্লাহ তালুকদার জানান, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি জামালের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তারা জামালকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা নাছিরও গুলিবিদ্ধ হন। তিনি আরও বলেন, জামাল জামায়াতের একজন সমর্থক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ছোট জামালের মৃত্যু হয়। আহত নাছির বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ  জানান, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চমেকে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, “একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।