পটিয়ায় বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের অবসান: ধানের শীষের পক্ষে ঐক্যের ঘোষণা

চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে বিএনপির দীর্ঘদিনের মনোনয়ন বিরোধের অবসান ঘটেছে। দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ঐক্যের নতুন বার্তা ছড়িয়ে পড়েছে।

গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়ার উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পটিয়ায় দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম উপস্থিত হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাই একযোগে ধানের শীষের পক্ষে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীকে কেন্দ্র করে নেতাকর্মীরা কয়েকটি ভাগে বিভক্ত ছিলেন। তবে জেলা আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়ার আহ্বানে সাড়া দিয়ে সবাই দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার করলে পটিয়ার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটে।

এর আগে গত সোমবার সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তার কর্মী-সমর্থকদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। এতে করে পটিয়ায় বিএনপির সব মনোনয়ন প্রত্যাশীরা বিভেদ ভুলে এক মঞ্চে আসেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

পটিয়া গাজী কনভেনশন হলে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম নেছারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা জিল্লুর রহমান ও এস এম সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু, গাজী সিরা উল্লাহ, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবীর, অ্যাডভোকেট ফোরকান, নাছির উদ্দিন, নুরুল করিম, নুরুল আমিন মধু, হাবিবুর রহমান রিপন ও অ্যাডভোকেট জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।