চট্টগ্রাম–৯ আসনে বিএনপির কর্মীসভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়—পেছনের দরজা দিয়ে নয়। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম–৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন। সভায় ৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, “আমাদের লক্ষ্য একটাই—এই নির্বাচনে বিজয়ী হয়ে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা। ৩০০ সংসদীয় আসনে বিজয়ের মধ্য দিয়েই জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়।” তিনি আরও বলেন, বিএনপির দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে; সাহস, জ্ঞান, দক্ষতা ও চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতাই বিএনপির শক্তি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দেবেন। দেশের স্বার্থে ধানের শীষ বেছে নিন।” প্রতিটি ভোটকেন্দ্রে ধাপে ধাপে সেন্টার কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গসংগঠনের পাশাপাশি সমাজের নিরপেক্ষ ও সম্মানিত ব্যক্তিদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
৯ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, “আমরা খালি মাঠে গোল দিতে চাই না। মাঠে খেলেই বিজয়ী হতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি মাঠে কার শক্তি কতটুকু—তার পরীক্ষা হবে।” নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ঐক্যবদ্ধ থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।” তিনি ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সংগঠন জোরদার করার তাগিদ দেন।
সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।