চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১ নম্বর চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্রধারী শওকত আলী (পিতা: গোল বক্স)কে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোর ৪টা ৪০ মিনিটে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শওকত আলীর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় (এফআইআর নং-০৯, তারিখ ১৭ জুলাই ২০২৫, জিআর নং-১০০) দণ্ডবিধি ১৮৬০-এর ৪৪৭, ৩২৩, ২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) ও ৩৩৪ ধারায় তাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। আরেকটি মামলায় (এফআইআর নং-১০, তারিখ ০৯ মার্চ ২০২৫, জিআর নং-৩৭) দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় তাকে আসামি করা হয়েছে।
এছাড়াও শওকত আলীর অবৈধ অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং বিভিন্ন স্থানে অস্ত্র নিয়ে চলাফেরা করার বিষয়ে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতেই সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার না হলেও জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাকে রাঙ্গুনিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।