শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ইউ ব্যাগেজ থেকে ১২০ গ্রাম স্বর্ণ আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টারমিনালে কাস্টমস বিমানবন্দর এয়ারফ্রেইট কাস্টমস শাখা ও এভসেকের যৌথ অভিযানে দুবাই থেকে আগত এক যাত্রীর ইউ ব্যাগেজ থেকে ১২০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়েছে।

কাস্টমস সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টা ৩০ মিনিটে দুবাই থেকে চট্টগ্রামে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG148-এর যাত্রী মো. আবু জাহেদ (পাসপোর্ট নম্বর: EN 0395253)-এর ইউ ব্যাগেজ কার্গো টারমিনালে গতরাত ৮টা ৩০ মিনিটে স্ক্যানিংয়ের সময় স্বর্ণসদৃশ বস্তুর অস্তিত্ব শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট ইউ ব্যাগেজের বি/ই নম্বর সি-৬৮ এবং এয়ারওয়ে বিল নম্বর ৯৯৭-৬৬৮৭৬৭২৫।

পরবর্তীতে রাত ১২টা ৩০ মিনিটে স্বর্ণকার লিটন ধর (প্রোপ্রাইটর, নিউ জোতস্না জুয়েলার্স) কর্তৃক প্রত্যয়ন শেষে সিএন্ডএফ এজেন্ট নুরুল আলম (মাউন্টেইন শিপিং লিমিটেড, লাইসেন্স নম্বর ৩০১৭৩০৫৬১)-এর উপস্থিতিতে Departmental Memorandum (DM) মূলে ১২০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়।

আটককৃত স্বর্ণালংকারের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা (একুশ লক্ষ ঊনষাট হাজার নয়শত বিশ টাকা)। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে স্বর্ণালংকারগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।