চট্টগ্রামে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ৯২৮ জন। শনাক্তের হার ৩৪.০৬ শতাংশ।

শনিবার (৭ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে দুই হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষায় ৯২৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৬৩ জন ও ৩৬৫ জন বিভিন্ন উপজেলার।

উপজেলায় পর্যায়ে করোনা আক্রান্তের শীর্ষে হাটহাজারী ৯৯ জন। এর পরে আছে, রাউজান ৬৮ জন, বোয়ালখালী ৬০ জন, ফটিকছড়ি ৩৮ জন, পটিয়া ৩৩ জন, সীতাকুণ্ড ৩০ জন, বাঁশখালী ১০ জন, আনোয়ারা ৭ জন, সাতকানিয়া ৬ জন, চন্দনাইশ ৫ জন, মিরসরাই ৪ জন, রাঙ্গুনিয়া ২ জন, লোহাগাড়া ২ জন ও সন্দ্বীপ ১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত আট জনের মধ্যে পাঁচ জন নগরের বাইরের ও তিন জন নগরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬১১ জন নগরের, আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৩৩ জন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৫৮৮ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৬ হাজার ৩৭৫ জন ও বিভিন্ন উপজেলার ২৩ হাজার ২১৩ জন রয়েছেন।

আগের শুক্রবার (৬ আগস্ট) চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছিল ১৭ জনের। আক্রান্ত হয়েছিলেন এক হাজার ১১৪ জন।

Chattogram24CoronaCorona deadCorona Vaccineকরোনাকরোনাভাইরাসচট্টগ্রামচট্টগ্রাম টুয়েন্টিফোরমৃত্যু