আনোয়ারায় উদ্ধার হওয়া শিশু দুই ভাইবোনের একজনের মৃত্যু: আইসিইউতে নিভে গেল ছোট্ট মোরশেদের প্রাণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া শিশু দুই ভাইবোনের মধ্যে মোরশেদ (২) মারা গেছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আগে এক হৃদয়বিদারক মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই। ছোট্ট বোন আয়েশা শেষবারের মতো তার ভাই মোরশেদকে আদর করে নেয়—চোখভরা ভালোবাসা আর নীরব বিদায়ের কষ্টে থমকে যায় চারপাশ। মুহূর্তটি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

এর আগে সড়কের পাশে অসহায় অবস্থায় শিশু দুই ভাইবোনকে উদ্ধার করা হলে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। মোরশেদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মারা যায় সে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট আয়েশার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা শিশুদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ করছেন বলে জানা গেছে।

ভাই-বোনের এই বিচ্ছেদ যেন মানবতার কাছে এক নীরব প্রশ্ন—ভালোবাসা থাকলেও কিছু বিদায় ঠেকানো যায় না।