রাউজানে যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম সিকদার// গুলিতে // নিহত: গিয়াস কাদেরের তীব্র নিন্দা

চট্টগ্রামের রাউজানে জানে আলম সিকদার (৩৫) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব গুজরা এলাকায় সড়কে অবস্থানকালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা জানে আলম সিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

নিহত জানে আলম সিকদার রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে এক বিবৃতিতে সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এ নৃশংস হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, “রাউজান যুবদলের দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও আমার অত্যন্ত ঘনিষ্ঠ নেতা জানে আলম শিকদারকে আওয়ামী লীগের ‘বি-টিম’ হিসেবে পরিচিত বিএনপি দাবিদার এক ব্যক্তির সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। এ ঘটনার তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ”