শর্তপূরণে ব্যর্থ হওয়ায় চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের চারজন সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার সকালে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চট্টগ্রাম-১১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূইঁয়ার দাখিল করা এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য যাচাই করা হয়। দ্বৈবচয়ন পদ্ধতিতে যাচাই করা ভোটারদের মধ্যে পাঁচজনের তথ্য সঠিক পাওয়া না যাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া দলীয় মনোনয়নের প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে না পারায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুর উদ্দিনের মনোনয়ন বাতিল করা হয়। সিটি করপোরেশনে ৯৭ হাজার ১৭৫ টাকা বিল বকেয়া থাকায় গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ নেজাম উদ্দিন এবং সিআইবি রিপোর্টে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হওয়ায় একেএম আবু তাহেরের মনোনয়নও বাতিল করা হয়।
অন্যদিকে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ মোট আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী জানান, চট্টগ্রাম-১১ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে বিভিন্ন কারণে চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।