তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটায় স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়।
দাফনের আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে জিয়া উদ্যানে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ অংশ নেন। জানাজায় তারেক রহমান তার মায়ের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের প্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জাতীয় সংসদ ভবনের ভেতর ও বাইরের মাঠ ছাড়িয়ে মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, কারওয়ান বাজার ও আগারগাঁও পর্যন্ত এলাকায় মানুষের ঢল নামে।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেত্রীর ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।