তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম২৪.নিউজ পরিবার গভীরভাবে শোকাহত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম২৪.নিউজ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (আজ) সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তার মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক ও সমবেদনা জানাচ্ছে।