ইপিজেড থানা যুবদল নেতা আ জ ম সোহেলের মর্মান্তিক মৃত্যুতে আমির খসরু মাহমুদ চৌধুরীর শোক ও সমবেদনা

চট্টগ্রামের ইপিজেড থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ত্যাগী সংগঠক আ জ ম সোহেল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পতেঙ্গার নারকেলতলা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর।

মরহুম আ জ ম সোহেল স্ত্রী, এক কন্যা, মা-বাবা, তিন ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার বাদে যোহর বন্দর টিলা আলিশাহ মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় ও দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামে এসে সরাসরি বিমানবন্দর থেকে মরহুমের বাসায় যান। সেখানে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,
“আ জ ম সোহেল ছিলেন একজন দক্ষ সংগঠক ও ত্যাগী নেতা। আন্দোলন-সংগ্রামে তার অবদান দল সবসময় স্মরণ করে রাখবে।”

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এদিকে, পৃথক এক বিবৃতিতে আ জ ম সোহেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।