মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব আ.জ.ম সোহেল ইন্তেকাল

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের রাজপথের সহকর্মী ও চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব আ.জ.ম সোহেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে চট্টগ্রামের কাঠঘর এলাকায় আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

মরহুম আ.জ.ম সোহেল ছিলেন একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ যুবদল নেতা। তাঁর অকাল মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—আমিন।