চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের মনোনয়ন জমা, সুষ্ঠু নির্বাচনের আশাবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. জিয়াউদ্দীনের কাছে মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকেই নির্বাচনী মাঠের অস্থিতিশীলতা অনেকটা কেটে যেতে শুরু করেছে। তিনি বলেন, “যেদিন তারেক রহমান দেশে নেমেছেন, সেদিন থেকেই সব ধরনের অনিশ্চয়তা দূর হয়েছে। দেশ এখন একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের দিকে এগোচ্ছে, যা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।”

নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি আরও বলেন, দলের কেন্দ্রীয় ইশতেহারের পাশাপাশি চট্টগ্রাম-৫ আসনের স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে আলাদা একটি ইশতেহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সংশোধিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন আসনের মতো চট্টগ্রাম-৫ আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।