চট্টগ্রাম মহানগরে আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা জোরদারে সিএমপির মতবিনিময় সভা

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নাগরিক নিরাপত্তা জোরদার এবং সমন্বিত প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫)  আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম।
সভায় মহানগরের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
সভায় বক্তারা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও সমন্বিত ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।