ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল ১১টা ১৮ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ওসমান হাদির কবরে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জিয়ারতের সময় তারেক রহমানকে অভ্যর্থনা জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আবুল কালাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সালাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। সেখানে নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে।
এদিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে আহত কেউ বর্তমানে চিকিৎসাধীন না থাকায় সেখানে যাওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেন তিনি।
এর আগে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। একই দিনে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপির পক্ষ থেকে ইতিহাসের সর্ববৃহৎ গণসংবর্ধনার আয়োজন করা হয়। এতে লাখ লাখ মানুষসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।