দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দরে পৌঁছানোর পর দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলীয় সূত্র জানায়, তার আগমনকে ঘিরে রাজধানীসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও শুভেচ্ছা জানাচ্ছেন।
দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।