শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়া দিয়েছে: মুহাম্মদ শাহজাহান

কক্সবাজার জেলা জামায়াতের মজলিসে শূরার সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা মজলিসে শূরার সাধারণ অধিবেশন আজ বুধবার সকাল ১০টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, “শহীদ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ।” তিনি বলেন, অতীতেও দেখা গেছে—যখনই জনগণ গণতন্ত্র, ন্যায্য অধিকার ও ইসলামী মূল্যবোধের পক্ষে সোচ্চার হয়েছে, তখনই রাজনৈতিক হত্যাকাণ্ড, গুম ও দমন-পীড়নের পথ বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “এই ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে গণতান্ত্রিক ও ইসলামী আন্দোলন এবং আধিপত্যবাদবিরোধী চলমান আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা চলছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়—রক্তের স্রোত দিয়ে কোনো আদর্শকে দমন করা যায় না।”

শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে মুহাম্মদ শাহজাহান বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে রাষ্ট্র ও সমাজ আরও গভীর সংকটে পড়বে।”

বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে তিনি বলেন, “দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দলীয় সংকীর্ণতা ও বিভাজনের রাজনীতি পরিহার করে দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী শক্তিগুলোকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।”

জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, কক্সবাজার-১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক এবং কক্সবাজার-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

অধিবেশনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মুফতী মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকীসহ বিভিন্ন উপজেলা আমীর ও শূরা সদস্যবৃন্দ।