চৌদ্দগ্রামে সেজুতি বাস দুর্ঘটনা, চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটনসহ আহত একাধিক – মেট্রোপলিটন হাসপাতালে আনা হচ্ছে

ঢাকা থেকে সেজুতি বাসে করে চট্টগ্রাম আসার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ডিমাতলী এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। রাত সাড়ে ১০টার দিকে  সামনের একটি ট্রাককে সাইট দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জমিতে উল্টে যায়।

এ দুর্ঘটনায় চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটনসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিক শাহনেওয়াজ রিটনের অবস্থা বিবেচনায় তাকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হচ্ছে।

অ্যাম্বুলেন্সে অবস্থানরত ভিডিও জার্নালিস্ট অমিত দাস জানান, এই মুহূর্তে অ্যাম্বুলেন্সটি ফেনী অতিক্রম করছে এবং দ্রুত সময়ের মধ্যেই আহত সাংবাদিককে হাসপাতালে পৌঁছানো হবে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আহতদের সর্বশেষ অবস্থা জানার চেষ্টা চলছে।