চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য ও এসিআন টিভির প্রতিনিধি সরোয়ার আমিন বাবু ইপিজেড এলাকায় সংঘটিত এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক সমাজের সদস্যরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সিটি স্ক্যান রিপোর্ট পাওয়ার পর তাঁর মাথার আঘাতের প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিক পরীক্ষায় নাকের ওপর গুরুতর আঘাতের বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করেছেন। বর্তমানে তাঁকে চমেক হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে। এদিকে সহকর্মী ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং সবার কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে।
চিকিৎসকদের আশা, যথাযথ চিকিৎসা ও পরিচর্যায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।