লিভার রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি, গবেষণার অগ্রগতি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এএসএলডিবির ১৯তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন।
দিনব্যাপী এ সম্মেলনটি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সভাপতি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম-এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এএসএলডিবির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম লিভার কেয়ার সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আব্দুল্লাহ আল মাহমুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। এছাড়া অতিথি হিসেবে অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দীন।
সম্মেলনে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা লিভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈজ্ঞানিক প্রেজেন্টেশনের মাধ্যমে আধুনিক চিকিৎসা ও গবেষণাভিত্তিক আলোচনা করেন। বক্তারা বলেন, লিভার রোগের চিকিৎসায় আধুনিক জ্ঞান, গবেষণা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলন দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা লিভার রোগ ব্যবস্থাপনায় আধুনিক জ্ঞান ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে, এই সম্মেলন সমাজ ও দেশের জনস্বাস্থ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৪৫০ জন হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, একাডেমিশিয়ান ও গবেষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশন, বৈজ্ঞানিক সেশন, মধ্যাহ্নভোজ, পুরস্কার বিতরণী এবং স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মেলনের সফল আয়োজন ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল বক্তা, অতিথি, স্পন্সর ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন ও আলোচনা শেষে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।