চট্টগ্রাম–৯ আসনে বিএনপি প্রার্থী আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ানের মনোনয়ন পত্র সংগ্রহ

চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।  বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ানের পক্ষে তাঁর দুই সন্তান ব্যারিস্টার তানজিরুল ইসলাম এবং এডভোকেট শারভিয়া শাওলিন ইভান মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় সংশ্লিষ্ট দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র সংগ্রহের মধ্য দিয়ে চট্টগ্রাম–৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল বলে দলীয় সূত্রে জানা গেছে।