বিজয় দিবস উপলক্ষে আকবরশাহ এলাকায় বিজয় উৎসব, নগরবাসীর জন্য আমার দরজা সবসময় খোলা—মেয়র ডা. শাহাদাত হোসেন

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় বর্ণাঢ্য বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আকবর শাহ হাউজিং সোসাইটি মাঠে রেলওয়ে হাউজিং সোসাইটি, আকবরশাহ মালিক কল্যাণ সমিতি ও তোতন হাউজিং সোসাইটির যৌথ আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি নগরবাসীর সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন এবং নগরবাসীর জন্য তাঁর দরজা সবসময় খোলা থাকবে। তিনি বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মহান বিজয় দিবসের এই দিনে দেশ ও দেশের মানুষকে ভালোবাসার আহ্বান জানিয়ে তিনি একটি আধুনিক ও গ্রীন চট্টগ্রাম গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

আয়োজনে আকবর শাহ রেলওয়ে হাউজিং সোসাইটির মূল আকর্ষণ ছিল এক লক্ষ টাকার প্রাইজবন্ড। দিনব্যাপী সমাজের সব বয়সী মানুষের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ ও র‍্যাফেল ড্র সম্পন্ন করা হয়। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনোরম সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, নারী-পুরুষ ও সব বয়সী মানুষের অংশগ্রহণে এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে।

বিশেষ অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বিজয় দিবসের এই উৎসবমুখর আয়োজনের মাধ্যমে আমাদের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জাতি, ধর্ম ও দল-মত নির্বিশেষে সামাজিক ঐক্যের মাধ্যমে দুর্নীতি, মাদকাসক্তি ও বিশৃঙ্খলা দূর করা সম্ভব।

রেলওয়ে হাউজিং সোসাইটি সমাজকল্যাণ সভাপতি আবু তৈয়ব পাটোয়ারীর সভাপতিত্বে এবং শহীদুল্লাহ বাহার ও মারজিয়া জাবিন প্রিয়ন্তির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত সকলের অংশগ্রহণে বিজয় দিবসের এই উৎসব এলাকাবাসীর মাঝে আনন্দ ও সৌহার্দ্যের আবহ সৃষ্টি করে।