হাতিয়াকে মর্যাদার শিখরে নিতে শামীমই উপযুক্ত প্রার্থী: চট্টগ্রামে আমীর খসরু

চট্টগ্রামে হাতিয়াবাসীর মিলন মেলায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম নির্বাচিত হলে হাতিয়া বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এবং শান্তির জনপদে পরিণত হবে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন হলে আয়োজিত চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক” মাহবুবের রহমান শামীম জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে কাজ করেছেন। আন্দোলনে যেমন সফল হয়েছেন, নির্বাচনে জয়ী হয়েও হাতিয়ার মানুষের প্রত্যাশা পূরণ করবেন। তিনি দৃঢ়ভাবে আশা প্রকাশ করেন—শামীম বিপুল ভোটে বিজয়ী হবেন।

তিনি আরও বলেন, শামীম নির্বাচিত হলে হাতিয়ার মর্যাদা বৃদ্ধি পাবে, মানুষের মূল্যায়ন হবে এবং দ্বীপটি শান্তির জনপদে রূপ নেবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তার বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, সামুদ্রিক সম্পদ এবং মৎস্য আহরণের জন্য হাতিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও নাগরিক সুবিধা ও উন্নয়নে এখানকার মানুষ বহুদিন ধরে পিছিয়ে রয়েছে। নদী ভাঙন হাতিয়ার সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে তিনি নির্বাচিত হলে নদী ভাঙন প্রতিরোধসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করার অঙ্গীকার করেন।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মন্জুর আলম চৌধুরী মন্জু, হাতিয়া বিএনপি নেতা আব্দুর রহমান, সারোয়ার শামীম, মো. আজাদ, আতাউর রহমান ফরহাদ, আমিরুল হায়দার সাজ্জাদ, সাব্বির উদ্দীন মাসুম, ফাহিম উদ্দীন, সুমন তালুকদার, প্রভাষক আলতাফ আজীম, মো. আলী, সাইফুল্লাহ মনির, গোলাম কিবরিয়া শরীফ, মো. হ্যাপি, মনির শাওন, রিয়াজ মাহমুদ, শরিফুল ইসলাম দুখুসহ চট্টগ্রামস্থ বিপুল সংখ্যক হাতিয়াবাসী।