একটি সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বুধবার সকাল ১১টায় ২নং জালালাবাদস্থ কুঁলগাঁও জামশেশাহ রোডে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। স্থানীয় ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ এলাকার দরিদ্র ও অস্বচ্ছল মানুষের জন্য এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
মীর হেলাল বলেন, “একটি সুন্দর সমাজ গড়তে চাইলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এটি একা কারও পক্ষে সম্ভব নয়।” তিনি উল্লেখ করেন, বিএনপি দেশকে একটি আধুনিক ও মানবিক সমাজ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সকলকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।
নারীর মর্যাদা বৃদ্ধিতে বিএনপির ঘোষিত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ‘ভিশনারি ৩১ দফা’ অনুযায়ী পরিবারের প্রধান নারীর নামে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা ইতোমধ্যেই তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিএনপির অঙ্গীকার তুলে ধরে মীর হেলাল আরও বলেন, সকল নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিতে দলটি প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্ব ও সদস্য সচিব আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এসএম আবু ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।