ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে যেকোনো দিন নির্বাচন হতে পারে। তার ভাষায়, “৮ ফেব্রুয়ারি থেকে এক-দু’দিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দু’দিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময়ও নির্ধারিত হতে পারে।”
ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ১২ তারিখ বৃহস্পতিবার হওয়ায়, মঙ্গলবারের দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
তফসিল ঘোষণা আগামী সপ্তাহে
আগামী সপ্তাহের রোববার (৭ ডিসেম্বর) ভোট সংশ্লিষ্ট বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই নির্বাচন ও গণভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সম্ভাবনা রয়েছে ৯–১১ ডিসেম্বরের মধ্যে তফসিল প্রকাশ হওয়ার।
ভোটের সময় বাড়ানোর ভাবনা
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট গ্রহণের কারণে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন।
বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রস্তাব অনুযায়ী সময়টি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে।
এছাড়া বাড়তি চাপ সামলাতে কেন্দ্রগুলোতে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানোর প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।