বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালে প্রবেশ করে এবং চিকিৎসায় যুক্ত দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেন।
মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতি ও জটিলতার কারণে অতিরিক্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি হয়ে পড়েছে। আগত বিশেষজ্ঞদের বেশিরভাগই চীনের নাগরিক বলে জানা গেছে। মূল বিদেশি মেডিকেল টিম আগামীকাল ঢাকায় পৌঁছবে।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার এক অনুষ্ঠানে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে বলেন, “খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন, তিনি গুরুতর অসুস্থ। আগের মতো আজও তার চিকিৎসা চলছে। এটাই সর্বশেষ আপডেট।”
বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করে রিজভী বলেন, “নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। কেউ যেন এসব গুজবে কান না দেয়।