বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, ২৭ নভেম্বর ২০২৫ দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিশ্বব্যাপী সকল দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা নিবন্ধন করতে পারবেন।
নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটাররা মোবাইল অ্যাপের মাধ্যমে দ্রুত ও সহজ প্রক্রিয়ায় ডাকযোগে ভোট প্রদানের জন্য নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করলে সংশ্লিষ্ট প্রবাসী ভোটাররা আগাম ডাকভোট গ্রহণ ও প্রেরণ প্রক্রিয়ার আওতায় আসবেন।