চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাকিস্তানের ১৫টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “এডুকেশন এক্সপো” শীর্ষক দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে চবি সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এই কার্যক্রমের উদ্বোধন করেন।
চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সহায়তায় আয়োজিত এ এক্সপো পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোর প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিভিন্ন প্রোগ্রাম ও গবেষণা সুযোগ স্টলের মাধ্যমে উপস্থাপন করে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ পূর্ণ বৃত্তির ঘোষণা
উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি সম্পূর্ণ বিনা খরচের স্কলারশিপ প্রদান করবে বলে জানানো হয়। ‘আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ’-এর আওতায় বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানের ১৫টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ পাবেন। স্কলারশিপে সম্পূর্ণ টিউশন ফি, মাসিক ভাতা, হোস্টেল চার্জ, সেটেলমেন্ট অ্যালাউন্স এবং একবারের বিমান টিকিট অন্তর্ভুক্ত থাকবে।
উপাচার্যের বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার বলেন,
“শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষা বিনিময় কর্মসূচি একটি বড় সুযোগ। সম্প্রতি চীনের সঙ্গে চুক্তির পর এবার পাকিস্তানের সঙ্গে এই সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন দরজা খুলে দিল।”
তিনি উদ্যোগটির সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথিদের অভিমত
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, পাকিস্তানে উচ্চশিক্ষার নতুন সুযোগ শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষা অঙ্গনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অংশগ্রহণ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ.কে.এম. মাহফুজুল হক। উপস্থিত ছিলেন চবির বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, ছাত্র-ছাত্রী পরামর্শ কেন্দ্রের পরিচালক, চাকসুর প্রতিনিধি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
পাকিস্তানের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ ও দ্বিতীয় সচিব (সাংস্কৃতিক) আনিল আসগর।
১৫ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত
এ এক্সপোতে পাকিস্তানের ১৫টি গুরুত্বপূর্ণ ও গবেষণামুখী বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও একাডেমিক প্রতিনিধিরা অংশ নেন। তারা চবি শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও বিনিময় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আলোচনা
বিকালে পাকিস্তান থেকে আগত প্রতিনিধিদল চবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক–শিক্ষার্থী বিনিময় এবং একাডেমিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
চবি–এনইউএমএল চুক্তি স্বাক্ষর
বিকেল ৪টা ৩০ মিনিটে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস (এনইউএমএল) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেটার অব ইন্টারেস্ট (LoI) চুক্তি স্বাক্ষরিত হয়। চবির পক্ষে রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এনইউএমএলের পক্ষে একাডেমিক পরিচালক প্রফেসর ড. নাদিম তালিব স্বাক্ষর করেন। এটি দুই দেশের উচ্চশিক্ষা সহযোগিতার নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।