দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন ও মার্সেলের ডিলারদের ন্যায্য পাওনা আদায়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্বচ্ছ নীতিমালার দাবিতে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ক্ষতিগ্রস্ত ওয়ালটন ও মার্সেল ডিস্ট্রিবিউটর ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই সমাবেশ থেকে কোম্পানিগুলোর প্রতি ৭২ ঘণ্টার কঠোর আল্টিমেটাম দেওয়া হয়।
আহ্বায়ক মুরশেদউল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ওয়ালটন কর্পোরেট অফিসের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম খোকন এবং সাধারণ সম্পাদক ইকরামুল হক পাটোয়ারী। সাধারণ সম্পাদক বলেন, “ক্ষতিগ্রস্ত ডিলারদের প্রতি সুবিচার নিশ্চিত করতে আগেও চেষ্টা হয়েছে, কিন্তু সুফল আসেনি। সংগঠন হিসেবে আমরা এই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম।”
সমাবেশ থেকে ৬ দফা দাবি উপস্থাপন করা হয়:
১. ক্ষতিগ্রস্ত ও সর্বস্বান্ত ডিলারদের অবিলম্বে পুনর্বাসন।
২. অন্যায়ভাবে চুক্তি বাতিল করা ডিলারদের পাওনা ও বকেয়া কমিশন পরিশোধ।
৩. দেশের সব ডিলারদের জন্য সমতার ভিত্তিতে একই কমিশন কাঠামো নির্ধারণ।
৪. মনগড়া নিয়ম বাতিল করে স্বচ্ছ, স্বাক্ষরিত নীতিমালা প্রণয়ন ও প্রদান।
৫. কোম্পানির চাপজনিত কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহায়তা ও পুনর্বাসন।
৬. ডিলারদের নামে করা সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
ডিলারদের দাবির প্রতি তাৎক্ষণিক সাড়া না পেলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে বক্তারা সতর্ক করেন।