বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে আইসিইউ পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে (আইসিইউ পর্যবেক্ষণ) চিকিৎসাধীন আছেন। সোমবার বিএনপির মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড তার বর্তমান শারীরিক অবস্থা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছে।

ডা. জাহিদ হোসেন বলেন, “চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন।”

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ জটিল নানা শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।