নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতির সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচন সামনে এলে দলগুলোর মিছিল-মিটিং স্বাভাবিকভাবেই বাড়বে। আমরা দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি অবনতিশীল ছিল, কিন্তু দেড় বছরের প্রচেষ্টায় তা দৃশ্যমানভাবে উন্নত হয়েছে।”

ভূমিকম্প–সংক্রান্ত সচেতনতা প্রসঙ্গে তিনি জানান, বিশ্বের অনেক দেশে ভূমিকম্পের ১০ সেকেন্ড আগে সতর্কবার্তা প্রদানকারী অ্যাপ চালু রয়েছে। বাংলাদেশেও এমন আগাম সতর্কতামূলক প্রযুক্তি চালুর সম্ভাবনা নিয়ে চিন্তাভাবনা চলছে।
তিনি বলেন, নগর এলাকায় উন্মুক্ত জায়গার অভাব এবং জলাশয় ভরাট করে নির্মাণকাজ ভূমিকম্প-ঝুঁকি বাড়ায়। তাই বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ফায়ার সার্ভিসের সক্ষমতা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “বিগত অগ্নিকাণ্ডগুলোতে ফায়ার সার্ভিস যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তাদের সক্ষমতা আরও বাড়ানোর কাজ করছি।”

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি सहित অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।