চট্টগ্রাম-১১ আসনে ইসরাফিল খসরুর গণসংযোগে জনস্রোত

চট্টগ্রাম-১১ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগকে কেন্দ্র করে আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় হাজারো মানুষের জমায়েতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর থেকে চট্টগ্রাম-১০ ও ১১ আসনের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে এসে যোগ দিতে থাকে।

আগ্রাবাদ এক্সেস রোডের দাল্লার সামনে অনুষ্ঠিত গণসংযোগ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, “ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষকে কেউ হারাতে পারবে না।”
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিলেন এবং জনগণের অধিকারের আন্দোলন করেছেন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে তিনি আগ্রাবাদ মোড় হয়ে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত গণসংযোগে অংশ নেন এবং পথচারীসহ স্থানীয় নাগরিকদের মাঝে লিফলেট বিতরণ করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

ইসরাফিল খসরু তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়; এটি ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং তরুণদের কর্মসংস্থান বৃদ্ধিসহ সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন—চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ সালাউদ্দীন, হাজী হানিফ সওদাগর, সরফরাজ কাদের চৌধুরী রাসেল, সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, ডা. নুরুল আবসার, মোহাম্মদ শাহাবুদ্দীন, জাহিদুল হাসান, রোকন উদ্দিন মাহমুদ, সাবেক কাউন্সিলর হাসান মুরাদসহ মহানগর ও ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।