তীব্র ভূমিকম্পে রাজধানীসহ বিভিন্ন স্থানে শিশুসহ নিহত ৪, আহত অর্ধশত, বহু ভবনে ফাটল

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ। কোথাও ভবন হেলে পড়া, ফাটল সৃষ্টি, পলেস্তরা খসে পড়া এবং মাটি দেবে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫দশমিক ৭ ।

পুরান ঢাকায় তিনজনের মৃত্যু:
রাজধানীর আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি ভবনের সানশেড ভেঙে তিনজন নিহত হয়েছেন। লালবাগ বিভাগের ডিএমপি উপ-কমিশনার জানান, সানশেড ভেঙে ঘটনাস্থলেই দু’জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় সড়কের পাশের দেয়াল ধসে এক বছর বয়সী ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন।

বিভিন্ন স্থানে ভবন হেলে পড়া, ফাটল :
সূত্রাপুরের স্বামীবাগে আট তলা একটি ভবন পার্শ্ববর্তী ভবনের দিকে হেলে পড়ার খবর পাওয়া গেছে।
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন আহত হন। ফায়ার সার্ভিস জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আতঙ্কিত হয়ে মানুষ ফোন করেছে; বড় কোনো কাঠামোগত ক্ষতি এখনও পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় বা পরবর্তী সময়ে বারিধারা এফ ব্লকের ৫ নম্বর রোডে একটি বাসায় আগুন লাগে। দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মুন্সীগঞ্জের গজারিয়াতেও একটি বাসায় আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।