আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধী সাব্যস্ত করে দণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের তৃতীয় কোনো দেশে আশ্রয় দেওয়া হবে “অবন্ধুসুলভ আচরণ” এবং “ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা” হিসেবে বিবেচিত।
পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে দণ্ডপ্রাপ্ত এই দুইজনকে ভারতের জন্য “অনতিবিলম্বে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা অবশ্য পালনীয় দায়িত্ব”।