প্রবাসীদের সেবা উন্নয়নে দেশের ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মাঠ পর্যায়ের অফিসগুলোকে সম্পৃক্ত করার প্রকাশ করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

রিয়াদ (সৌদি আরব), ১১ নভেম্বর:
সৌদি আরবের রিয়াদে গালফ হেলথ কাউন্সিল ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিল।

বৈঠকের শুরুতে কাউন্সিলের মহাপরিচালক প্রবাসী কর্মীদের কল্যাণে বাংলাদেশের মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন। এ সময় সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জিসিসিভুক্ত দেশসমূহে প্রবাসী কর্মীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে কাউন্সিলের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

ড. ভূঁইয়া বৈঠকে জানান, বর্তমানে গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত অধিকাংশ মেডিকেল সেন্টার ঢাকায় অবস্থিত, ফলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রবাসগামী কর্মীদের জন্য মেডিকেল টেস্ট করা কষ্টসাধ্য ও ব্যয়সাপেক্ষ। তিনি অভিযোগ করেন, অনেক মেডিকেল সেন্টার নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায়, টেস্ট রিপোর্ট দেরিতে আপলোডসহ বিভিন্ন অনিয়মে জড়িত।

তিনি বলেন, বাংলাদেশে গালফ হেলথ কাউন্সিলের কোনো আঞ্চলিক তদারকি অফিস না থাকায় এসব মেডিকেল সেন্টারকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই সমস্যা নিরসনে তিনি কাউন্সিল, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

এ লক্ষ্যে ড. ভূঁইয়া ত্রিপক্ষীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেন, যেখানে প্রত্যেক পক্ষ থেকে একজন করে ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকবেন। পাশাপাশি তিনি মেডিকেল সেন্টারগুলোর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে কাউন্সিলের কাছে পাঠানোর জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করেন।

এছাড়া, প্রবাসীদের সেবা উন্নয়নে দেশের ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মাঠ পর্যায়ের অফিসগুলোকে সম্পৃক্ত করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

বৈঠকে গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক প্রবাসী কর্মীদের কম খরচে, সহজে এবং সুষ্ঠুভাবে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধিতে একমত হন। তিনি বলেন, প্রবাসীরা যাতে কোনো হয়রানির শিকার না হন, সে বিষয়ে উভয়পক্ষ যৌথভাবে কাজ করবে।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরিত হলে তা গালফ হেলথ কাউন্সিলের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বৈঠকে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।