রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৯ কার্তিক (৪ নভেম্বর):
রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা প্রদান বা পক্ষপাতমূলক আচরণ করলে পুলিশের বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি’ গঠন করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা বা সদস্যের অবহেলা প্রমাণিত হলে আগের মতো জিডি করে রাখা হবে না, বরং তাৎক্ষণিকভাবে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।”

সভায় মাদক প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সামাজিক মাধ্যমে প্রচারিত অনেক তথ্যের সত্যতা থাকে না। তবে সাংবাদিকদের প্রতিবেদন সাধারণত নির্ভরযোগ্য হয়। তাই সাংবাদিকদের অনুরোধ করছি, উস্কানিমূলক ও ভ্রান্ত তথ্য প্রতিহত করতে সঠিক ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করুন।”

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম উপস্থিত ছিলেন।