চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্য থাকলেই ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার বিকেলে আনোয়ারা–কর্ণফুলীর বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন,
“অতিসত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বিগত নির্বাচনে যেমন ধানের শীষ বিপুল ভোটে জয়ী হয়েছিল, এবারও প্রতিটি ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। তবে এজন্য আমাদের সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সাক্ষাৎকালে স্থানীয় নেতাকর্মীরা মনোনীত প্রার্থীকে ফুল দিয়ে বরণ করেন এবং বিভিন্ন মোড়ে মোড়ে সমর্থন জানাতে ভিড় জমান। এ সময় সরওয়ার জামাল নিজাম মাগরিবের নামাজ আদায় শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, ভিপি মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, দক্ষিণ জেলা বিএনপি নেতা এডভোকেট ফোরকান, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন প্রমুখ।
সোমবার মনোনয়ন ঘোষণার পর মঙ্গলবার বিকালে সরওয়ার জামাল নিজাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করেন। পরে গাড়িবহরসহ কর্ণফুলীর মইজ্জ্যারটেকে আসলে শত শত নেতাকর্মী ও স্থানীয় জনতা তাকে অভ্যর্থনা জানান।
মইজ্জ্যারটেক এলাকায় ফুলেল শুভেচ্ছায় ভেসে যান সরওয়ার জামাল নিজাম। পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে, যেন নির্বাচনের আগাম আমেজে মাতোয়ারা হয়ে উঠেছে কর্ণফুলী ও আনোয়ারা অঞ্চল।