আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
ঘোষণায় জানানো হয়, বাকি ৬টি আসনের প্রার্থীদের নাম পরবর্তীতে জানানো হবে।
চট্টগ্রামে বিএনপির মনোনয়নপ্রাপ্তরা:
চট্টগ্রাম-১: নুরুল আমিন
চট্টগ্রাম-২: সরওয়ার আলমগীর
চট্টগ্রাম-৩: (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-৪: কাজী সালাহউদ্দিন
চট্টগ্রাম-৫: মীর মো. হেলাল উদ্দিন
চট্টগ্রাম-৬: (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-৭: হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৮: এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-৯: আবু সুফিয়ান (ঘোষণার পর স্থগিত)
চট্টগ্রাম-১০: আমির খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম-১১: (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-১২: এনামুল হক এনাম
চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৪: (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-১৫: (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-১৬ : বাঁশখালী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
দলীয় সূত্রে জানা গেছে, অবশিষ্ট আসনগুলোর জন্য একাধিক প্রার্থীর নাম যাচাই-বাছাই চলছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বিএনপি।