চন্দনাইশে বিএনপি নেতা ডা. মহসিন জিল্লুর করিমের গণসংযোগ ও পথসভা

চট্টগ্রাম, ২ নভেম্বর :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এরই ধারাবাহিকতায় শনিবার (২ নভেম্বর) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গণসংযোগ ও একাধিক পথসভা করেন বিএনপি নেতা ও চন্দনাইশের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. মহসিন জিল্লুর করিম।

চন্দনাইশের কলেজ বাজার এলাকা থেকে শুরু হয়ে কয়েক কিলোমিটার এলাকায় শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অধ্যাপক ডা. মহসিন জিল্লুর করিম বলেন, “একটি দুর্নীতিমুক্ত ও সুখী বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে বিএনপি বা ধানের শীষকে ক্ষমতায় আনার বিকল্প নেই।”

গণসংযোগ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।